ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

ক্যালিফোর্নিয়ায় দাবানলে ১০ জনের প্রাণহানি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৭, ১০ অক্টোবর ২০১৭ | আপডেট: ১১:০৭, ১০ অক্টোবর ২০১৭

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ওয়াইন এলাকায় দাবানলের কারণে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। দাবানলে  ওই এলাকার কয়েকশ’ বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে এবং প্রায় ২০ হাজার মানুষ তাদের বাসস্থান ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে। এ ঘটনায় ১৫শ’ বাড়ি-ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় সময় সোমবার এ ঘটনা ঘটে।

অঙ্গরাজ্যটির কর্মকর্তারা জানিয়েছেন যে, চলতি বছর ক্যালিফোর্নিয়ায় দাবানলে এই প্রথম মৃত্যুর ঘটনা ঘটল।

কর্তৃপক্ষ জানান, দাবানলের এ ঘটনায় সোনোমা কাউন্টিতে সাতজন,নাপা কাউন্টিতে দু’জন এবং মেনডিসিনো কাউন্টিতে একজনের মৃত্যু হয়েছে। আগুনের কারণে কয়েক হাজার একর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে।

নাপা, সোনোমা এবং ইউবা কাউন্টির প্রায় ২০ হাজার মানুষ বাড়ি-ঘর ছেড়ে পালিয়েছে। কিছু কিছু রাজ্যে দাবানল ভয়াবহ আকার ধারণ করেছে।

দাবানলের কারণে  মানুষ ও বাড়ি-ঘরের হুমকি এবং ক্ষয়ক্ষতির জন্য ক্যালিফোর্নিয়ার গভর্নর জরুরি অবস্থা ঘোষণা করেছেন।

সূত্র:বিবিসি ও রয়টার্স

এম/এআর

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি