ঢাকা, শনিবার   ০৫ অক্টোবর ২০২৪

ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে ৯ জনের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১১, ১০ নভেম্বর ২০১৮ | আপডেট: ১১:৪১, ১০ নভেম্বর ২০১৮

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ছড়িয়ে পড়া দুটি ভয়াবহ দাবানলে ৯ জন নিহত হয়েছেন। প্রাণ বাঁচাতে এলাকা ছেড়েছে অন্তত দেড় লাখ মানুষ।

ক্যালিফোর্নিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ শহর লস এঞ্জেলেসের দুটি বড় বনাঞ্চলের ১৪ হাজার একর অঞ্চল জুড়ে আগুন ছড়িয়ে পড়েছে। রাজ্যটির পশ্চিমাঞ্চলে মহাসড়ক পর্যন্ত দাবানলের আগুন ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সময় শুক্রবার (বাংলাদেশ সময় শুক্রবার দিবাগত রাত আনুমানিক ২টা) দাবানল ভয়াবহ রূপ ধারণ করে। আগুন নিয়ন্ত্রণে দমকল বাহিনী চেষ্টা চালিয়ে গেলেও শুষ্ক আবহাওয়া ও তীব্র বাতাসের কারণে আগুন দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে।

কর্মকর্তারা জানিয়েছেন, দাবানলে উত্তর ক্যালিফোর্নিয়ার একটি শহর পুরোপুরি পুড়ে গেছে। পুড়ে ছাই হয়ে গেছে প্রায় বিশ হাজার একর বনাঞ্চল।

সূত্র: বিবিসি

একে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি