ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

ক্রিকেটকে বিদায় জানালেন এশিয়া কাপজয়ী রুমানা আহম্মেদ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২৪, ৬ আগস্ট ২০২৩

ক্রিকেটকে বিদায় জানালেন বাংলাদেশ নারী দলের অলরাউন্ডার রুমানা আহম্মেদ। শনিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ সিদ্ধান্ত জানান তিনি।

চার বছর আগে এশিয়া কাপজয়ী দলের অন্যতম সদস্য ছিলেন রোমারা আহম্মেদ। সেই টুর্নামেন্টে টাইগ্রেসদের শিরাপা জয়ে বেশ ভূমিকা ছিল তার। 

২০১১ সাল থেকে নারী দলের নিয়মিত মুখ ছিলেন রুমানা আহম্মেদ। তবে সম্প্রতি ফিটনেস ইস্যুতে বাদ পড়তে হয় তাকে। 

বাংলাদেশের হয়ে সবমিলিয়ে ৫০ ওয়ানডে খেলেছেন রুমানা। যেখানে ৫ হাফ সেঞ্চুরিতে ৯৬৩ রান করেছেন তিনি। বল হাতে নিয়েছেন ৫০ উইকেট। 

১৮ ওয়ানডেতে নেতৃত্বও দিয়েছেন তিনি। এছাড়া টি-টোয়েন্টিতে ৮৪টি ম্যাচ খেলেছেন রুমানা।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি