ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

ক্রিকেটার শেখ সালাহউদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১৮, ২৯ অক্টোবর ২০১৯

ক্রিকেটার শেখ সালাহউদ্দিন আহমেদের মৃত্যুবার্ষিকী আজ। ২০১৩ সালের আজকের এই দিনে তিনি মৃত্যুবরণ করেন।

রূপসা উপজেলার রাজাপুর গ্রাম, অর্থাৎ খুলনায় জন্ম নেওয়া এ ক্রিকেটার বাংলাদেশের হয়ে খেলেছেন ছয়টি ওডিআই। আন্তর্জাতিক ক্রিকেটে তার অভিষেক হয়েছিল ১৯৯৭ সালের জুলাইতে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে। তিনি ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) খুলনা বিভাগীয় কোচ।

এছাড়া তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ডেভেলপমেন্ট কোচ এবং ক্লাসিক ক্রিকেট একাডেমির পরিচালক ছিলেন।

হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি খুলনাতেই মৃত্যুবরণ করেন। তিনি যেদিন মৃত্যুবরণ করেন সেদিনে বাংলাদেশ-নিউজিল্যান্ড ওয়ান্ডে ম্যাচ ছিল। সেই ম্যাচের শুরুতে তার প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি