ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ক্রিকেটে আমরা হারিনি: ওবায়দুল কাদের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৮, ২৯ সেপ্টেম্বর ২০১৮ | আপডেট: ১৬:০৭, ২৯ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

এশিয়াকাপ ক্রিকেটে বাংলাদেশ-ভারত মধ্যকার ফাইনাল খেলায় বাংলাদেশে হারিনি বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, আজকে সবার মন খারাপ। কারণ, গতকাল বিতর্কিত সিদ্ধান্তে আমরা ক্রিকেটে হেরে গেলাম। কিন্তু আমরা হারিনি, হারব না।

শনিবার রাজধানীর জাতীয় জাদুঘরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশের পরাজয়ের বিষয়ে আওয়ামী লীগ সম্পাদক আরো বলেন, বাংলাদেশের টাইগাররা চোট খেয়েছে। কিন্তু এশিয়া কাপের ফাইনালে শেষ মুহূর্ত পর্যন্ত তারা ভারতের সঙ্গে লড়াই করেছে। শেষ বল পর্যন্ত ঘাম ঝরিয়ে কয়েকবারের চ্যাম্পিয়ন ভারতকে বিজয় দেখতে হয়েছে।

দুর্দান্ত ফর্মে থাকা লিটন দাসকে কোনোভাবেই যখন ভারতীয় বোলাররা পরাস্ত করতে পারছিল না। চার-ছক্কার ফুলঝুরিতে সেঞ্চুরি করা লিটন দাসের ওপর তখন বিতর্কিত এক সিদ্ধান্তের খড়্গ নেমে আসে।

৪১তম ওভারের শেষ বলে (কুলদীপ যাদবের) এগিয়ে মারতে চেয়েছিলেন লিটন। রিপ্লাইয়ে দেখা গেছে, প্রথম পর্যায়ে পা ঠিক না থাকলেও ধোনি বল স্ট্যাম্পিং করার আগে নিরাপদে পা ছিল লিটন দাসের। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে থার্ড আম্পায়ার লিটন দাসকে আউট ঘোষণা করেন।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি