ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

ক্রিকেট থেকে ১০ বছর নিষিদ্ধ হলেন শারজা কর্মকর্তা

প্রকাশিত : ১৬:৫৩, ২০ ফেব্রুয়ারি ২০১৯

পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদকে ফিক্সিংয়ের প্রস্তাব দিয়ে সব ধরনের ক্রিকেট থেকে আইসিসি কর্তৃক ১০ বছরের নিষেধাজ্ঞা পেলেন শারজা কেন্দ্রিক সাবেক ক্রিকেট কোচ ইরফান আনসারি। ২০১৭ সালে সংযুক্ত আরব আমিরাতে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ চলাকালীন সরফরাজকে প্রস্তাব দেন তিনি।

পরবর্তীতে সরফরাজ দ্রুতই আইসিসির কাছে এই বিষয়ে অভিযোগ দাখিল করেন। আর দীর্ঘদিনের তদন্ত শেষে সংস্থাটির নিয়ম ভাঙার কারণে শাস্তি দেওয়া হলো আনসারিকে।

শারজার ক্রিকেট ইতিহাসের সঙ্গে আনসারির নাম বেশ গুরুত্ব বহন করে। তিনি শারজা ক্রিকেট ক্লাবের প্রধান কোচ হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছিলেন। এছাড়া কর্মকর্তা হিসেবেও তিনি বহু বছর যুক্ত ছিলেন।

এদিকে সততা দেখানো সরফরাজের প্রশংসা করে আইসিরি জেনারেল ম্যানেজার অ্যালেক্স মার্শাল বলেন, সঠিক সময়ে আমাদের কাছে অভিযোগ করে সরফরাজ তার নেতৃত্বগুণ ও পেশাদারিত্বের প্রমাণ দিয়েছে। আমি তাকে এ জন্য ধন্যবাদ জানাতে চাই।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি