ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ক্রিকেট দলকে উৎসর্গ করে সৌরভ ইমামের গান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:২৫, ২৮ আগস্ট ২০১৭ | আপডেট: ১৭:২০, ৩১ আগস্ট ২০১৭

Ekushey Television Ltd.

জাতীয় ক্রিকেট দলকে উৎসর্গ করে গান করলেন সাংবাদিক, উপস্থাপক সৌরভ ইমাম। বেঙ্গল টাইগার শিরোনামে গানটি বাজারে এসেছে জি-সিরিজের ব্যানার। এরই মধ্যে সংগীতপ্রেমী এবং ক্রিকেট ভক্তদের মাঝে ব্যাপক সাড়া জুগিয়েছে গানটি।


ক্রিকেটের প্রতি ভালবাসায় গানটি করা হয়েছে বলে জানিয়েছেন সৌরভ। এ ব্যাপারে সৌরভ আরো বলেন, দীর্ঘদিন বিভিন্ন ইভেন্টের মাধ্যমে মঞ্চে গানের অনুষ্ঠান উপস্থাপনা করছি। উপস্থাপনার ফাঁকে ফাঁকে গানও করি। দর্শকদের অনুরোধ ছিল নিজে একটি গান করতে। বর্তমানে ক্রিকেটের প্রতি বাংলাদেশের মানুষের অগাধ ভালবাসা। সবকিছু বিবেচনা করে ক্রিকেটের গানটি করা। ক্রিকেটের হলেও এটি মঞ্চে যেন গাইতে পারি, মঞ্চের কথা মাথায় রেখে সেভাবে গানটি করা হয়েছে।


ছন্দ এবং তালনির্ভর গানটি দর্শকদের মাঝে বাড়তি উম্মাদনা সৃষ্টি করবে বলে আশাবাদী সৌরভ।
তনিি বলনে, গানটি তৈররি পর বিভিন্ন শেণি পেশার মানুষকে শুনিয়েছি। সবাই পজেটিভ বলার পরই মার্কেটে ছাড়া হয়েছে।
নিজের লেখা এবং সুর করা এ গানটির মিউজিক কম্পোজ করেছেন বর্তমানে আলোচিত সংগীত পরিচালক এফএ সুমন।

ডব্লিউএন

গানটি শুনতে ক্লিক করুন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি