ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে ছাড়িয়ে গেলেন মেসি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২০, ৪ ডিসেম্বর ২০২২

এবার পর্তুগালের সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে পেছনে ফেলে সমানে এগিয়ে গেলেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। কাতার বিশ্বকাপে রোববার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ ষোলর ম্যাচে আর্জেন্টিনাকে ২-১ গোলের জয় উপহার দেবার মাধ্যমে মেসি এগিয়ে গেল।

ফুটবল জাদুকরের দারুন এক গোলেই প্রথমার্ধে লিড নিয়েছিল আর্জেন্টিনা। এরপর পুরো ম্যাচেই মেসির দারুণ পারফরমেন্সে আর্জেন্টিনা উজ্জীবিত খেলা দেখিয়েছে।  

স্বাভাবিকভাবেই ম্যাচ সেরার পুরস্কারও পেয়েছেন মেসি। এনিয়ে বিশ্বকাপে আটবার ম্যাচ সেরার পুরস্কার জয় করলেন মেসি। এর মাধ্যমে দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে পিছনে ফেললেন আর্জেন্টাইন এই সুপারস্টার। 

এই তালিকায় তৃতীয় স্থানে থাকা সাবেক ডাচ ফুটবলার আরিয়েন রবেন বিশ্বকাপে ছয়বার ম্যাচ সেরা পুরস্কার পেয়েছিলেন। 

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ ষোলর ম্যাচে গোল করে এবারের আসরে তৃতীয় গোল করলেন মেসি। সব মিলিয়ে বিশ্বকাপে মেসির গোলসংখ্যা ৯টি। এখানেও মেসি রোনাল্ডোকে এক গোল পিছনে ফেলেছেন। 

কাতার বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা হিসেবে গোল্ডেন বুট অ্যাওয়ার্ড প্রাপ্তির দৌঁড়ে এখন মেসি এগিয়ে আছেন। সমান তিনটি করে গোল করে এই তালিকায় মেসির সাথে সমান তালে লড়াই করে যাচ্ছেন ইংল্যান্ডের মার্কোস রাশফোর্ড, ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে, নেদার‌্যলান্ডের কোডি গাকপো। ইকুয়েডরের অধিনায়ক এনার ভ্যালেন্সিয়াও তিন গোল করেছেন। কিন্তু তার দল ইতোমধ্যেই বিদায় নেয়ায় এই সংখ্যা আর বাড়ানোর কোন উপায় নেই।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি