ঢাকা, শুক্রবার   ১৮ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ক্রেতা আকর্ষণে গরুর সঙ্গে মেয়ের অঙ্গভঙ্গি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:২৭, ২৯ আগস্ট ২০১৭ | আপডেট: ১২:৩৩, ১৬ সেপ্টেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

আর মাত্র কয়েকটা দিন। তারপরই ঈদুল আজহা। আর কোরবানির ঈদ মানে জমজমাট পশুর হাট। ব্যতিক্রম নয় পাকিস্তানও। আমাদের দেশের মতো ক্রেতাদের দৃষ্টি আকর্ষণের জন্য সেখানেও পশুকে সাজিয়ে হাটে আনার নজির রয়েছে। এর পাশাপাশি অভিনব এক পন্থাও অবলম্বন করতে দেখা গেল এবার লাহোরের পশু ব্যবসায়ীদের।

সম্প্রতি ইন্টারনেটে পাকিস্তানের পশুর হাটের বেশ কয়েকটি ভিডিও ভাইরাল হয়েছে। তাতে লাহোরের একটি পশুর হাটে দেখা গেল ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করতে প্রতি গরুর সাথে একজন মেয়েকে হাঁটে নিয়ে আসা হয়।

এই মেয়েটি নেচে এবং বিভিন্ন অঙ্গভঙ্গি প্রদর্শন করে ক্রেতাদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন। ফলে ক্রেতা জমতে শুরু করে। কারো পছন্দ হলে সে পশু কিনে নিয়ে যায়।

আরকে/টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি