ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

ক্রোয়েশিয়ার যে ফুটবলার বিশ্বকাপের পদক নেননি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:১৪, ২১ জুলাই ২০১৮

রাশিয়া বিশ্বকাপে ক্রোয়েশিয়া একের পর এক চমক দেখিয়ে বিশ্বকাপের ফাইনালে উঠে। কিন্তু ফাইনালে ফ্রান্সের বিপক্ষে ৪-২ গোলে হারে দলটি।  

তাই ইউরোপের এ দেশটি রাশিয়া বিশ্বকাপে রানার্সআপ হওয়ার মর্যাদা অর্জন করে। বিশ্বকাপে রানার্সআপ হওয়ার ক্রোয়েশিয়ার ফুটবলারদের পদক দেওয়া হয়।  

কিন্তু দলে থাকা একমাত্র ফুটবলার নিকোলো কালিনিচ এ পদক নিতে অস্বীকার করেছেন। ক্রোয়েশিয়ার মূল স্কোয়াডে থাকলেও তিনি রাশিয়া বিশ্বকাপে এক মিনিটের জন্যও খেলতে পারেননি। তাই তিনি এ পুরস্কার নিতে অস্বীকার করেন।

কালিনিচ মনে করেন বিশ্বকাপে তার কোনও অবদান নেই। ফলে ফিফার দেওয়া পদক তিনি নেননি।

রাশিয়ায় ২৩ জনের স্কোয়াড নিয়ে বিশ্বকাপে এসেছিল ক্রোয়েশিয়া। কিন্তু শেষমেশ তাদের স্কোয়াড দাঁড়ায় ২২ জনে।  

ক্রোয়েশিয়ার ফরোয়ার্ড নিকোলা কালিনিচকে একটাও ম্যাচে না খেলিয়ে প্রথম ম্যাচের পরই দেশে পাঠিয়ে দিয়েছিলেন কোচ জলাৎকো দালিচ।

উল্লেখ্য, নাইজেরিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচে তাকে পরিবর্তিত খেলোয়াড় হিসাবে নামাতে চেয়েছিলেন কোচ দালিচ। কিন্তু নামতে চাননি কালিনিচ। তার পরই তাকে দল থেকে বাদ দিয়ে দেন ক্রোয়েশিয়ার কোচ।

এমএইচ/এসি   

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি