ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

কোটা সংস্কার

ক্লাস-পরীক্ষা বন্ধ, প্রজ্ঞাপন চেয়ে বিক্ষোভে উত্তাল ঢাবি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫৬, ১৪ মে ২০১৮ | আপডেট: ১৩:৪৪, ১৪ মে ২০১৮

সরকারি চাকরিতে বিদ্যমান কোটা সংস্কারে প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী প্রজ্ঞাপন দাবিতে পূর্বঘোষণা অনুযায়ী ক্লাস-পরীক্ষা বর্জন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা ও চাকরিপ্রার্থীরা।
আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, আজ সকাল ১০ টা থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে ছোট ছোট মিছিল নিয়ে তারা গ্রন্থাগারের সামনে জড়ো হন। সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিল থেকে ‘আর নয় কালক্ষেপন দিতে হবে প্রজ্ঞাপন’, ‘হামলা করে আন্দোলন বন্ধ করা যাবে না’, ‘বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নেই’, ‘কোটা দিয়ে কামলা নয় মেধা দিয়ে আমলা চাই’ ইত্যাদি স্লোগান দিচ্ছেন শিক্ষার্থীরা।
সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ে কোনো ক্লাস-পরীক্ষা হওয়ার খবর পাওয়া যায়নি। এর আগে সকালে কোনো কোনো পরীক্ষা হওয়ার খবর পাওয়া গেছে।
এর আগে প্রধানমন্ত্রীর ঘোষণার পর কয়েক দফায় আল্টিমেটাম শেষে গতকাল থেকে অনির্দিষ্টকালের জন্য দেশের সব কলেজ-বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দেয় কোটা সংস্কার আন্দোলনকারীদের প্ল্যাটফর্ম বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ।
গত ৮ এপ্রিল থেকে টানা পাঁচ দিন ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের প্রায় সব পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করেন শিক্ষার্থীরা। ১২ এপ্রিল জাতীয় সংসদের অধিবেশনে কোটা পদ্ধতি বাতিল ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর ঘোষণাকে স্বাগত জানিয়ে আন্দোলন স্থগিত করে শিক্ষার্থীরা। তবে সোমবার বেলা ১১টা পর্যন্ত এখনো এ বিষয়ে কোনো প্রজ্ঞাপন জারি করা হয়নি।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি