ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

ক্লে কোর্টে দানবরূপে নাদাল: সেমিফাইনাল নিশ্চিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:০৫, ২৮ এপ্রিল ২০১৮

ইনজুরি থেকে ফেরার পর দানবরূপে দেখা দিয়েছেন টেনিসের সাবেক শীর্ষ তারকা রাফায়েল নাদাল। ক্লে কোর্টে টানা ১৭ ম্যাচে তিনি অজেয়। এতেই বার্সেলোনা ওপেনের সেমিফাইনালে উঠেছেন রাফায়েল নাদাল।

শুক্রবার রাতে সেমিফাইনালে ওঠার ম্যাচে স্লোভাকিয়ান প্রতিদ্বন্দ্বী মার্তিন ক্লিজানকে দাঁড়াতেই দেননি নাদাল। তাই মার্টিন ক্লিজানকে ৬-০, ৭-৫ সেটে হারিয়ে উঠে এসেছেন সেমিতে। দ্বিতীয় রাউন্ডে এই ক্লিজানের কাছে হেরেই বিদায় নিতে হয়েছিল নোভাক জোকোভিচকে। এবার আর অঘটন ঘটাতে পারেননি স্লোভাকিয়ান খেলোয়াড়।

সেমিফাইনালে নাদালের প্রতিপক্ষ ডেভিড গোফিন। বেলজিয়াম তারকা কোয়ার্টার ফাইনালে স্পেনের রবের্তো বাতিস্তা অগাতকে হারিয়েছেন ৬-৭ (৩-৭), ৬-২, ৬-২ গেমে। র‌্যাংঙ্কিংয়ে এক নম্বরে উঠতে বার্সেলোনা ওপেন জিততে হবে নাদালকে। এটি জিতলে এই টুর্নামেন্টের ১১তম শিরোপা নিজের করবেন তিনি।

ম্যাচ শেষে নাদাল বলেন, ‘শুরুটা আমার জন্য ভালো ছিল। কিন্তু দ্বিতীয় সেটে সবকিছু পাল্টে যায়। স্ট্রেইট সেটে জিততে পেরে কিছুটা ভালো লাগছে।’

এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি