ঢাকা, সোমবার   ০৩ ফেব্রুয়ারি ২০২৫

ক্ষমতাসীনরা শ্রমিক বান্ধব নয়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১৮, ১ মে ২০১৭ | আপডেট: ১৪:৩২, ১ মে ২০১৭

ক্ষমতাসীনরা শ্রমিক বান্ধব নয় উল্লেখ করে, বিএনপি মহিসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগনের সরকার না থাকায় শ্রমিকদের স্বার্থ রক্ষা হচ্ছে না। মহান মে দিবস উপলক্ষে সকালে শ্রমিক দলের র‌্যালী উদ্বোধনের সময় তিনি একথা বলেন।
রাজধানীতে সমাবেশের অনুমতি না পেয়ে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে  র‌্যালীর আয়োজন করে জাতীয়তাবাদী শ্রমিক দল। এতে অংশ নিতে বিভিন্ন এলাকা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে জমায়েত হন শ্রমিক দল নেতাকর্মীরা।  
এর আগে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপি মহাসচিব, শ্রমিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান । বর্তমান সরকার শ্রমিক বান্ধব নয় বলেও অভিযোগ করেন তিনি।
অবৈধভাবে অর্জিত সম্পদ রক্ষার জন্যই  আওয়ামী লীগ ক্ষমতা অঅকড়ে থাকতে চায় বলেও মন্তব্য করেন তিনি।
পরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র‌্যালিটি শুরু হয়ে রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

 


 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি