ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সিলেটে কাদের

ক্ষমতায় যাওয়ার দুঃস্বপ্ন দেখছে বিএনপি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১০, ২১ অক্টোবর ২০১৭

Ekushey Television Ltd.

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি ক্ষমতায় যাওয়ার দুঃস্বপ্ন দেখছে।  লন্ডনে বসে তিন মাস ধরে দলটির চেয়ারপারসন খালেদা জিয়া ষড়যন্ত্র করে দেশে ফিরেছেন। কিন্তু ২০০১ সালের পুনরাবৃত্তি এ দেশের মানুষ করতে দেবে না।  আজ সিলেটে আওয়ামী লীগের নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

সমাবেশে সভাপতিত্ব করেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান। এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন ও অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ।

ওবায়দুল কাদের বলেন, ষড়যন্ত্র, সন্ত্রাসী কর্মকাণ্ড করে আর ক্ষমতায় যেতে পারবে না বিএনপি। এ দেশের মানুষ শান্তি ও উন্নয়নের পক্ষে রয়েছে। নীল নকশা… লন্ডনে বসে বসে এটাই করেছে। হবে না। ২০০১ সালের পুনরাবৃত্তি বাংলাদেশে ইনশা আল্লাহ আর হবে না।

 

এমআর / এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি