ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ক্ষমতা হস্তান্তরের বিষয়ে যা জানালেন বাইডেন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০৮, ৮ নভেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

ক্ষমতা শান্তিপূর্ণভাবে হস্তান্তরের প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। একই সঙ্গে তিনি ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের নির্বাচনী প্রচারণায় মুগ্ধতা প্রকাশ করেছেন। বাংলাদেশ সময় গতকাল বৃহস্পতিবার (৭ নভেম্বর) জাতির উদ্দেশে দেয়া ভাষণে বাইডেন এ কথা বলেন। খবর আল জাজিরা

বাইডেন বলেন, আমি তাকে (ট্রাম্প) আশ্বস্ত করছি তার সঙ্গে কাজ করব এবং শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করব। হোয়াইট হাউসের রোজ গার্ডেন থেকে বাইডেন বলেন, আমেরিকানরা এটাই প্রত্যাশা করে।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, কমলা হ্যারিস তার শক্তিশালী সহযোগী ছিলেন। নির্বাচনী প্রচারণায় তিনি তার বৈশিষ্ট্য তুলে ধরেছেন। যেটা আমি শুরু থেকেই দেখেছি। তারা যেভাবে নির্বাচনী প্রচারণা চালিয়েছে, তাতে তার এবং তাদের দলের গর্বিত হওয়া উচিত।

বাইডেন তার সংক্ষিপ্ত বক্তব্যে তার প্রশাসনের অবদানের কথা তুলে ধরেন। এছাড়া নির্বাচনে কমলা হ্যারিসের হেরে যাওয়ার পেছনে অর্থনৈতিক প্রতিশ্রুতি না থাকার বিষয়টি উল্লেখ করেন। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে বাইডেন সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তর দেননি।

বাইডেনের চোখের সামনেই ইতিহাস গড়ে তার দলের প্রার্থী কমলা হ্যারিসকে হারিয়ে দেন রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প। শুধু তাই নয়, রিপাবলিকানরা পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটের নিয়ন্ত্রণ নেয়। নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের ভাগ্য এখনও অজানা। তবে সেখানেও রিপাবলিকানরাই এগিয়ে।

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি