ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কয়েকজন নারীর মাঝে আমি একা পুরুষ (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০১, ২ জানুয়ারি ২০১৮ | আপডেট: ১৪:১৪, ২ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

পরিচালক অনুরাগ কাশ্যপ। পরিচালনার পাশাপাশি অভিনয়ও করেন তিনি। নিষ্ঠুর আর হিংস্র চরিত্রে বেশি দেখা যায় তাঁকে। নতুন খবর হচ্ছে- এবার নিজেকে পাল্টে দিয়েছেন এই তারকা। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘চুরি’তে তিনি বলিউডের টিশকা চোপড়া ও সারভিন চাওলার সঙ্গে অভিনয় করেছেন। যেখানে এক নতুন অনুরাগকে খুঁজে পাবে দর্শক। চলচ্চিত্রটিতে তাঁকে সাহসী চরিত্রে অভিনয় করতে দেখা গেছে। রীতিমতো রোমান্স করেছেন তিনি। শুধু রোমান্সই নয়, অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করেছেন তিনি। সিনেমার পোস্টারে অনুরাগকে দেখা গেছে অত্যন্ত সাহসী হিসেবে।

১২ জানুয়ারি মুক্তি পাবে অনুরাগ কাশ্যপ পরিচালিত চলচ্চিত্র ‘মুক্কাবাজ’। সম্প্রতি এ সিনেমার প্রচারণায় এসে গণমাধ্যমের মুখোমুখি হন তিনি। ওই সময় ‘মুক্কাবাজ’ সিনেমার পাশাপাশি উঠে আসে তাঁর অভিনীত স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘চুরি’র কথাও।

হঠাৎ কেনো তিনি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করলেন এমন প্রশ্নের জবাবে অনুরাগ কাশ্যপ গণমাধ্যমকে বলেন, ‘টিশকা চোপড়া অভিনীত স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘চাটনি’ দেখেছি। সিনেমাটি খুব ভালো লেগেছে, সেই সঙ্গে টিশকার অভিনয়ও। এরপর টিশকার সঙ্গে ‘চুরি’ সিনেমাতে অভিনয়ের প্রস্তাব পেয়ে আর ‘না’ করতে পারিনি। টিশকার জন্যই এই সিনেমাতে কাজ করতে রাজি হয়েছি।’

পর্দায় অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করার প্রসঙ্গে তিনি বলেন, ‘অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা সহজ নয়। এই চলচ্চিত্রে অভিনয় করতে গিয়ে তা বেশ বুঝতে পেরেছি। পরিচালক একজন অভিনেতাকে দিয়ে কত কিছুই না করিয়ে নেন। এত দিন ক্যামেরার পেছনে থেকে তা বুঝতে পারিনি। এবার ক্যামেরার সামনে তা উপলব্ধি করেছি।’

অনুরাগ কাশ্যপ আরও বলেন, ‘সিনেমাতে একটা দৃশ্যে শুধু অন্তর্বাস পরে আমাকে অভিনয় করতে হয়েছে। কয়েকজন নারীর মাঝে আমি একা পুরুষ। তাও আবার অন্তর্বাস পরা! আর শুটিংয়ে এভাবে আমাকে সারা দিন থাকতে হয়েছে। খুব অস্বস্তি হচ্ছিল। সিনেমাটা করতে গিয়ে আমি শেষ। অন্তরঙ্গ দৃশ্য করতে গিয়ে তথৈবচ অবস্থা। সত্যি বলতে, তখন অন্য কোনো অনুভূতি জন্মায় না। বরং অদ্ভুত ভয় তাড়া করে।’

উল্লেখ্য, অনুরাগ কাশ্যপ পরিচালিত প্রেমের সিনেমা ‘মুক্কাবাজ’। সিনেমাতে শুধু ভালোবাসা নয়, ‘মুক্কা’ অর্থাৎ বক্সিংও সিনেমার অন্যতম প্রধান আকর্ষণ। ‘মুক্কাবাজ’ সিনেমাতে অভিনয় করেছেন বিনীত কুমার সিং, জোয়া হুসেন, রবি কিষন, জিমি শেরগিল প্রমুখ।

সূত্র : এনডিটিভি

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি