ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

কয়েক বছরের মধ্যে এদেশ উন্নত দেশের কাতারে স্থান পাবে: বিএসসি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:০৩, ১৭ ডিসেম্বর ২০১৮

সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি বলেন, বিগত ১০ বছরে বাংলাদেশ পৃথিবীর বুকে উন্নয়নশীল দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছে। আগামী কয়েক বছরের মধ্যে এদেশ উন্নত দেশের কাতারে স্থান পাবে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে এই অর্জন সম্ভব হয়েছে। 

রোববার (১৬ ডিসেম্বর) চান্দগাঁও সানোয়ারা ইসলাম পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ের মহান বিজয় দিবস উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি এ কথা বলেন।

প্রতিষ্ঠানের প্রধান শিক্ষিকা ফরিদা বেগমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সানোয়ারা বেগম, চান্দগাঁও ওয়ার্ড কাউন্সিলর সাইফুদ্দিন খালেদ, দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চ এর সহ-সম্পাদক সৈয়দ কামরুল হাবিব।  

প্রধান অতিথি সাবেক মন্ত্রী নুরুল ইসলাম বি.এস.সি আরও বলেন, চান্দগাঁও এলাকায় শিক্ষার আলোতে আলোকিত করার জন্য আশি’র দশক থেকে আমি শিক্ষা প্রতিষ্ঠানগুলো প্রতিষ্ঠা করে যাচ্ছি। আমার স্বপ্ন সার্থক হয়েছে। আজ হাজার হাজার শিক্ষার্থী এখান থেকে লেখাপড়া শেষ করে দেশের উচ্চ আসনে অধিষ্টিত আছেন। এ অর্জন শুধু আমার একার নয় সবার সম্মিলিত প্রচেষ্টায় অর্জিত হয়েছে।

বিশেষ অতিথির বক্তব্যে সানোয়ারা বেগম বলেন, বর্তমান সরকার শিক্ষার মানউন্নয়নে কাজ করে যাচ্ছে। শিক্ষার্থীদের ভালো পড়ালেখার মাধ্যমে শিক্ষিত হয়ে দেশের কল্যাণে এগিয়ে আসতে হবে। শিক্ষার্থীরা যাতে জঙ্গীবাদে না জড়ায় সেদিকে অভিভাবকদের লক্ষ্য রাখতে হবে।

উল্লেখ্য, অনুষ্ঠানের শুরুতে স্কুলের শহীদ মিনারে বীর শহীদদের স্মরণে পুষ্পমাল্য অর্পণ করা হয়। আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।  

কেআই/এসি 

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি