ঢাকা, মঙ্গলবার   ০৩ ডিসেম্বর ২০২৪

খরায় প্রাচীন শহর পড়লো ধরা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০৬, ১২ জুন ২০২২

ইরাকের টাইগ্রিস নদীতে প্রায় সাড়ে তিন হাজার বছরের পুরোনো এক শহরের খোঁজ মিলেছে৷ সাম্প্রতিক এক খরার কারণে পানি শুকিয়ে যাওয়ায় বেরিয়ে এসেছে শহরের ধ্বংসাবশেষ৷

জার্মানির ফ্রাইবুর্গ বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় জানা যায়, ইরাকের উত্তরাঞ্চলের কুর্দি শাসিত অঞ্চলে দীর্ঘস্থায়ী মসুল জলাধার শুকিয়ে বেরিয়ে আসে এই পুরোনো শহর৷

গবেষণা চলছিল অনেক আগে থেকেই৷ তবে কুর্দি ও জার্মান প্রত্নতত্ত্ববিদের একটি দল সম্প্রতি জানায়, শহরটি ৩ হাজার ৪০০ বছরের পুরোনো। 

গবেষক দলটি একটি দুর্গের দেয়াল, মিনার, কয়েকতলা বিশিষ্ট গুদাম, একশ’রও বেশি শিলালিপিসহ আরো অনেক জিনিসপত্র খুঁজে পেয়েছে৷

প্রত্নতত্ত্ববিদরা বলছেন, জাখিকু নামের প্রাচীন এক শহরের অবশেষ এটি৷ মিতানি সাম্রাজ্যের গুরুত্বপূর্ণ অংশ ছিল এটি৷ ১৪০০ সাল পর্যন্ত এখান থেকে উত্তর মেসোপটেমিয়া ও সিরিয়ার বড় একটি অংশ শাসন করা হতো৷

এখানকার ধ্বংসাবশেষগুলোর অনেকটা এখনো সুরক্ষিত৷ শিলালিপিগুলো কাঁদামাটির তৈরি হওয়ার পরও পানির নীচে এত বছর ধরে কেমন করে অবিকৃত আছে, তা অবিশ্বাস্য বলে মনে করছেন গবেষকরা৷

এই প্রত্নতাত্ত্বিক স্থানটি ২০১০ সালে আবিষ্কৃত হয়৷ এরপর ২০১৮ সালে খননকাজ শুরু করে গবেষকরা বাকি অংশটি খুঁজে পান৷

খরা চলে যাবার পর এখন আবার স্থানটি পানির নীচে চলে গেছে৷

সূত্র: ডয়েচে ভেলে

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি