ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

খরা প্রবণ এলাকায় চাষযোগ্য বারি গম-৩০ (ভিডিও)

প্রকাশিত : ১২:১৬, ১৮ এপ্রিল ২০১৯

খরা প্রবণ এলাকায় চাষযোগ্য, ব্লাস্ট রোগ প্রতিরোধী ও প্রোট্রিন সমৃদ্ধ বারি গম-৩০ চাষে আগ্রহ বাড়ছে রাজশাহী অঞ্চলের কৃষকদের। নতুন জাতের উচ্চ ফলনশীল এই গমের উৎপাদন খরচ কম, ফলনও বেশি। কৃষকদের মাঝে এই গম জনপ্রিয় করে তুলতে মাঠ দিবসসহ বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে রাজশাহী আঞ্চলিক গম গবেষণা কেন্দ্র।

নতুন এই জাতের গমের নাম বারি গম-৩০। এই গমের প্রতি শীষে দানার সংখ্যা থাকে গড়ে ৫০টি করে।

উচ্চ ফলনশীল প্রট্রিন সমৃদ্ধ এই গমের জাত নিজে থেকেই ব্লাস্ট রোগ প্রতিরোধ করতে পারে। আর উচ্চতায় খাটো হবার কারণে রক্ষা পায় ঝড় বৃষ্টির হাত থেকে। তাই বিঘা প্রতি এর ফলনও বেশি, তাই এতে লাভের আশা করছেন কৃষকরা।

খরা প্রবণ উত্তরাঞ্চচলের কৃষকদের গম চাষে আগ্রহী করতে তাপ-খরা সহিষ্ণু জাতের গম উদ্ভাবন করেন রাজশাহী আঞ্চলির গম গবেষনা কেন্দ্রের বিজ্ঞানীরা। নিয়ম মেনে যথা সময়ে এই জাতের গম চাষ করার পরামর্শ দিয়েছেন তারা।

বারি গম-৩০ জাতের এই গম ২০১৪ সালে অবমুক্ত হয়। বপনের ৬০-৬৫ দিনেই এর শীষ আসে, ১০০ থেকে ১০৫ দিনের মধ্যেই ফসল ঘরে তোলার উপযুক্ত হয়।

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি