ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪

খাগড়াছড়িতে আধুনিক কৃষি যন্ত্রপাতি বিতরণ

প্রকাশিত : ১৮:২২, ২ জুলাই ২০১৯

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে কৃষক মাঠ স্কুলের সদস্যদের মাঝে আধুনিক কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে জেলা পরিষদ মাঠে বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী সদর উপজেলায় সেচ পাম্প ১৬টি এবং ১৮টি পাওয়ার টিলার তুলে দেন কৃষকদের হাতে। তার আগে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ হল রুমে বিতরণী বিষয়ক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা মো. নূরুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে কংজরী চৌধুরী বলেন, প্রান্তিক কৃষকদের কষ্ট লাঘবের জন্য কৃষকদের মাঝে আধুনিক কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হচ্ছে। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদানের কারণেই আজকে খুব সহজে কৃষকদের কাছে উন্নত কৃষি যন্ত্রপাতি পৌঁছে দিতে সক্ষম হয়েছি। তবে কৃষি যন্ত্রপাতি ও সরঞ্জামগুলোর যথোপযুক্ত ব্যাবহার ও সংরক্ষণের আহবান জানান তিনি।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মো. শানে আলম, নির্বাহী কর্মকর্তা শামসুন্নাহার, জেলা পরিষদ সদস্য খগেস্বর ত্রিপুরা, জুয়েল চাকমা, ইউএনডিপি (এসআইডি-সিএইচটি) ব্যাবস্থাপক প্রিয়তর চাকমা প্রমূখ।

কেআই/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি