খাগড়াছড়িতে যাত্রীবাহি বাস খাদে পড়ে শিশুসহ নিহত ৪
প্রকাশিত : ১৯:৫২, ২২ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৯:৫২, ২২ সেপ্টেম্বর ২০১৬
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় যাত্রীবাহি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে শিশুসহ ৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৩০ জন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের সাপমারা এলাকায় দুপুর দেড়টার দিকে যাত্রীবাহি বাসটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই শিশুসহ ৩ জন মারা যায়। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে আরো একজনের মৃত্যু হয়। আহতদের মধ্যে মাটিরাঙ্গা থানা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৬জন ও খাগড়াছড়ি সদর হাসপাতালে ১৪ জনকে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন