ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

খাবার নিয়ে বন্যার্তদের পাশে ঢাকা কলেজ ছাত্রলীগ 

ঢাকা কলেজ প্রতিনিধি 

প্রকাশিত : ১৭:৪০, ২৫ জুন ২০২২

সিলেট, সুনামগঞ্জসহ বন্যা কবলিত এলাকায় ত্রাণ, রান্না করা খাবার, ঔষধ, স্যালাইন খাবার পানি বিতরণ করছে ঢাকা কলেজ ছাত্রলীগ৷ ২২ জুন থেকে এই ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু হয়৷ ওই দিন দুপুর থেকে রাত অবধি বন্যা কবলিত এলাকায় এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়৷ প্রতিদিন তাদের ত্রাণ কার্যক্রম অব্যাহত রয়েছে৷ এর সাথে যুক্তরা বলছেন, সাধ্যমত যতদিন সম্ভব এই ত্রাণ কার্যক্রম তারা চালিয়ে যাবেন৷ 

এছাড়া ত্রাণ বিতরণের ক্ষেত্রে সড়ক পথে যোগাযোগ বিচ্ছিন্ন, দূরবর্তী গ্রাম যেখানে ত্রাণ পৌছায়নি সেসব এলাকাকে বেছে নিচ্ছেন তাঁরা৷ প্রতিদিনই দিনই তারা এক হাজার খাদ্য প্যাকেট বিতরণ করেছেন৷ 

ঢাকা কলেজ ছাত্রলীগ কর্মী মুহাম্মদ আনজির হুসাইন বলেন, বাংলাদেশ ছাত্রলীগ বিপদে আপদে সবসময় সাধারণ মানুষের পাশে দাঁড়ায়৷ আমরা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক৷ ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয় ভাইয়ের নির্দেশে আমরা বিপদগ্রস্ত এসব সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছি৷ 

আনজীর বলেন, এখানকার মানুষের কষ্ট দেখে বুক কেঁপে উঠছে৷ কেউ কেউ দুই-তিন দিন ভাত খেতে পারে না৷ যেসব এলাকায় গাড়ি নিয়ে পৌছানো সম্ভব নয় আমরা ত্রাণ বিতরণের জন্য সেসব এলাকাকে বেছে নিয়েছি৷ এখানে না আসলে কেউ এসব মানুষের হাহাকার বুঝবে না৷ আমি ছাত্রলীগের পক্ষ থেকে ব্যক্তি উদ্যোগে চেষ্টা করছি এসব মানুষের পাশে দাঁড়াতে৷ 

বন্যা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত এই সহায়তা কার্যক্রম চালানোর চেষ্টা করবেন বলেও জানান তিনি৷
কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি