ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

খাবার ভেবে আতসবাজি চিবিয়ে ফেলল গরু! তারপর...

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২৮, ৩০ অক্টোবর ২০২২ | আপডেট: ১৫:২৯, ৩০ অক্টোবর ২০২২

প্রতীকি ছবি

প্রতীকি ছবি

ভারতের উত্তরপ্রদেশে মুখের ভেতর আতসবাজির বিস্ফোরণে ভয়ংকর ভাবে আহত হয়েছে একটি গরু। তবে এটি ইচ্ছাকৃত নয়, বরং দুর্ঘটনা বলে জানা গিয়েছে। পশুপ্রেমীদের বক্তব্য, সরাসরি না হলেও মানুষের নির্বুদ্ধিতার কারণে দুর্ঘটনা। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।

ঘটনাটি কানপুরের কাকেদেও এলাকার। জানা গিয়েছে, ওই ছাড়া গরুটি রাস্তায় ঘুরছিল। ঘটনার সময় রাস্তার একপাশে জড়ো করা ময়লা থেকে খাবার খাচ্ছিল সে। তখনই কেউ বা কারা তার দিকে একটি আতশবাজি ছুঁড়ে দিয়েছিল। খাবার ভেবে আতসবাজিটিকে মুখে তুলতেই বিস্ফোরণ ঘটে। তাতে গুরুতর জখম হয় গরুটি। তার মুখের নিচের অংশ ছিন্নবিচ্ছিন্ন হয়ে যায়। এমন ঘটনার অনেক পরে তা প্রকাশ্যে আসে। এলাকার কয়েক জন রক্তাক্ত গরুটির ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায়। যা দেখে নড়চড় বসে পশুপ্রেমীরা।

সোশ্যাল মিডিয়ার ছবি দেখে কয়েক জন পশুপ্রেমী গরুটির খোঁজে পথে নামেন। পরে তাকে শনাক্ত করে জখম মুখের চিকিৎসা করেন তারা। পুলিশ জানিয়েছে, বিষয়টি জানার পরে এই বিষয়ে তদন্ত নেমেছেন তারা। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি বলেই জানা গিয়েছে। গবাদি পশুটিকে আহত করার জন্য ইচ্ছাকৃত ভাবে তার দিকে আতসবাজি ছোঁড়া হয়েছিল কিনা, তা এখনও স্পষ্ট নয়।

প্রসঙ্গত, দু’বছর আগে মুখের মধ্যে আতসবাজি ফেটে হাতি মৃত্যুর ঘটনাট ঘটেছিল ভারতের কেরালার মালাপ্পুর জেলায়। গর্ভবতী হাতিকে বুনো শুয়োরের ফাঁদ হিসাবে ব্যবহৃত আতসবাজি ভরা আনারস খাওয়ানোয় মুখে বাজি ফেটে নদীতে দাঁড়িয়েই মারা গিয়েছিল সে। 

সূত্র: সংবাদ প্রতিদিন

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি