ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

খাবার ভেবে টাকা খেয়ে নিল পোষ্য!

প্রকাশিত : ১২:৫৮, ৪ মে ২০১৯

Ekushey Television Ltd.

ছোট্ট কুকুর ওজি। দুষ্টুমিতে তার জুড়ি মেলা ভার। সম্প্রতি সে এমন এক দুষ্টুমি করেছে, যা নিয়ে আলোচনায় মেতেছে নেট দুনিয়া। পোষ্যের এই দুষ্টুমির জেরে তার মালিকের এখন মাথায় হাত।

ওজিকে নিয়ে ব্রিটেনের নর্থ ওয়েলস এলাকায় থাকেন এক ব্যক্তি। সম্প্রতি তার বাড়ির লেটারবক্সে এসেছিল একটি খাম। ওই ব্যক্তি বাড়ি না থাকায় লেটার বক্সে খাম দেখে ওজি মুখে করে তুলে নিয়ে চলে যায় ঘরে।

কিন্তু খামের ভিতর কী আছে তা জানতে বোধহয় ওজি একটু বেশিই আগ্রহী হয়ে পড়েছিল। তাই দাঁত দিয়ে সেই খাম টুকরো টুকরো করে।

খামের ভিতর ছিল ২০ ইউরোর আটটি নোট। খাম ছেঁড়ার ফলে টুকরো টুকরো হয়ে যায় সব নোটগুলি। ভারতীয় মুদ্রায় ওই নোটের বাজার মূল্য প্রায় ১৪ হাজার টাকা।

বাড়ি ফিরে ওজির এই কাণ্ড দেখে মালিকের মাথায় হাত। আর্থিক ক্ষতি নয়, তখন তাঁর চিন্তা ওজিকে নিয়ে। নোট পেটে চলে গিয়েছে এই আশঙ্কায় ওই ব্যক্তি ওজিকে নিয়ে যানচিকিৎসকের কাছে।

সেই মারফি অ্যান্ড কো ভেটেনারি প্রাকটিস তাদের ফেসবুক পেজে ছবি-সহ গোটা বিষয়টি আপলোড করে। তার পরই ভাইরাল হয়েছে পোস্টটি।

তথ্যসূত্র: আনন্দবাজার

এমএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি