ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

খালাস চেয়ে রিভিউ আবেদন করেছেন মীর কাসেম

প্রকাশিত : ১৪:২৫, ১৯ জুন ২০১৬ | আপডেট: ১৪:২৫, ১৯ জুন ২০১৬

যুদ্ধাপরাধে সর্বোচ্চ আদালতের দেয়া মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে খালাস চেয়ে জামায়াত নেতা মীর কাসেম আলী রিভিউ আবেদন করেছেন। রোববার সকালে আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় রিভিউ আবেদনটি দাখিল করেন মীর কাসেমের আইনজীবিরা। মীর কাসেমের ছেলে মীর আহমেদ বিন কাসেম জানান, মোট ৬৮ পৃষ্ঠার আবেদনে ১৪টি কারণ দেখিয়ে মৃত্যুদণ্ড থেকে খালাস চাওয়া হয়েছে। এর আগে, গত ৬ জুন মীর কাসেমের ২৪৪ পৃষ্ঠার ফাঁসির পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। গত ৮ মার্চ আপিল বিভাগ মীর কাসেমের মৃত্যুদণ্ড বহাল রেখে রায় দেয়। মানবতাবিরোধী অপরাধে, ২০১৪ সালের ২ নভেম্বর মীর কাসেম আলীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডাদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ রায়ের বিরুদ্ধে ওই বছরের ৩০ নভেম্বর খালাস চেয়ে মীর কাসেম আলী আপিল করেন।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি