ঢাকা, রবিবার   ০৫ জানুয়ারি ২০২৫

খালেদাকে জন্মদিন না করার আহ্বানে বিএনপি নেতার পদ স্থগিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩৪, ১৭ আগস্ট ২০১৭ | আপডেট: ১৬:৩৪, ১৭ আগস্ট ২০১৭

খালেদা জিয়াকে কেক কেটে জন্মদিন পালন না করার আহ্বান জানানোয় পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম নিজামুল কবিরের পদ স্থগিত করা হয়েছে। একই সাথে তাকে দলের পক্ষ থেকে এ বিষয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

বুধবার উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক চিঠিতে নিজামুলকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। একই দিনে তাঁর দলীয় পদ স্থগিত করেছে জেলা বিএনপি।

উপজেলা বিএনপির চিঠিতে নিজামুলকে কেন দল থেকে বহিষ্কার করা হবে না, তার জবাব ৪৮ ঘণ্টার মধ্যে দিতে বলা হয়েছে। কারণ দর্শানোর নোটিশ গতকাল রাতে গ্রহণ করেন নিজামুল। তিনি বলেন, নির্দিষ্ট সময়ের মধ্যেই আমি নোটিশের জবাব দেব।

পিরোজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন বলেন, শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের জন্য নিজামুলের দলীয় পদ স্থগিত করা হয়েছে। জেলা বিএনপির পক্ষ থেকে এ-সংক্রান্ত চিঠি তাঁকে পাঠানো হয়েছে।

দলীয় পদ স্থগিত হওয়ার চিঠি এখনো হাতে পাননি বলে জানিয়েছেন নিজামুল।

গত মঙ্গলবার (১৫ আগস্ট) সকালে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ে জাতীয় শোক দিবসের এক আলোচনা সভায় অংশ নেন বিএনপি নেতা নিজামুল। ১৫ আগস্ট দলের চেয়ারপারসনের জন্মদিন পালন নিয়ে সমালোচনা করেন তিনি। খালেদা জিয়াকে কেক কেটে জন্মদিন পালন না করার আহ্বান জানান নিজামুল।

আরকে/ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি