ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪

খালেদাকে দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী বললেন মান্না

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৩৬, ২৪ অক্টোবর ২০১৮

কারাবন্দি খালেদা জিয়াকে বিনা চিকিৎসায় মেরে ফেলার ব্যবস্থা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। তিনি বলেছেন, দেশে হাজার কোটি টাকার দুর্নীতি হচ্ছে, লাখ লাখ কোটি টাকা পাচার হচ্ছে। এসব নিয়ে সরকারের কোনো মাথা ব্যাথা নেই। অথচ মাত্র ২ কোটি টাকার দুর্নীতি মামলায় বাংলাদেশের সবচেয়ে বড় দলের সবচেয়ে জনপ্রিয় নেত্রী খালেদা জিয়াকে কারাগারে বন্দি রাখা হয়েছে।

আজ বুধবার বিকালে সিলেট রেজিস্ট্রি মাঠে জাতীয় ঐক্যফ্রন্ট আয়োজিত সমাবেশে তিনি এ অভিযোগ করেন।

খালেদা জিয়ার মুক্তি দাবি করে মান্না বলেন, ‘একটা স্যাঁতস্যাঁতে দোতলা ঘরে তাকে বিনা চিকিৎসায় রেখে দেওয়া হয়েছিল। অনেক চেষ্টায় তাকে পিজি হাসপাতালে (বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়) নেওয়া হলেও পছন্দের চিকিৎসক দিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে না। 

সিলেট সিটি করপোরেশন মেয়র আরিফুল হক চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, জাসদ সভাপতি আ স ম আবদুর রব,  বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ভাইস চেয়ারম্যান ইনাম আহমেদ চৌধুরী, মো. শাহজাহান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, আমান উল্লাহ আমান, বরকতউল্লাহ বুলু, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা অ্যাডভোকেট আব্দুর রকিব, জাতীয় পার্টির (কাজী জাফর) মহাসচিব মোস্তফা জামার হায়দার, খেলাফত মজলিশের মহাসচিব ড. আহমেদ আব্দুল কাদের, এলডিপির মহাসচিব ডা. রেদোয়ান আহমদ, নাগরিক ঐক্যের সমন্বয়কারী শহীদুল্লাহ কায়সার, জাতীয় ঐক্য প্রক্রিয়ার আহ্বায়ক আ ব ম মোস্তফা আমীন, জেএসডির সহসভাপতি তানিয়া রব, জেএসডির নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতনসহ অন্য বক্তব্য রাখেন।

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি