ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

খালেদাকে হাসপাতালে আনার প্রস্তুতি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৪, ৭ এপ্রিল ২০১৮

Ekushey Television Ltd.

সকাল থেকেই ঢাকার শাহবাগ এলাকায় বিপুল পরিমাণ পুলিশ মোতায়ন করা হয়েছে। কর্মরত পুলিশদের সূত্রে জানা গেছে, স্বাস্থ্য পরীক্ষার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আজ শনিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসা হতে পারে। আর সে জন্যই এই প্রস্তুতি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ৪ সদস্যের মেডিকেল বোর্ডের সুপারিশের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গেছে।

বিভিন্ন সূত্রে জানা যায়, বেগম জিয়াকে সকালেই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নেয়া হতে পারে। তবে এই সময়ের মধ্যে তাকে হাসপাতালে আনা হয়নি।

এর আগে গত পহেলা এপ্রিল বেগম জিয়ার চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিকস বিভাগের অধ্যাপক মো. শামসুজ্জামান শাহীনের নেতৃত্বে ৪ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়।

ঐ দিনই বেগম জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করে মেডিকেল বোর্ড। এর দু’দিন পর বেগম জিয়ার এক্সরে ও রক্ত পরীক্ষার সুপারিশসহ চিকিৎসা সংক্রান্ত প্রতিবেদন কারা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে মেডিকেল বোর্ড।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি