ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

‘খালেদার কিছু হলে দায় সরকারকে নিতে হবে’ (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৫১, ২১ এপ্রিল ২০১৮ | আপডেট: ১৮:৫৮, ২১ এপ্রিল ২০১৮

Ekushey Television Ltd.

খালেদা জিয়ার শারীরিক অবস্থার ক্রমেই অবনিত হচ্ছে জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কোন অঘটন ঘটলে তার দায় সরকারকে নিতে হবে। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে ফখরুল বলেন, খালেদা জিয়ার সঙ্গে পরিবারের সদস্য এবং দলীয় নেতাদেরও দেখা করতে দেওয়া হচ্ছে না। অন্য এক অনুষ্ঠানে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, দুর্বলতার কারণেই নির্বাচনে সেনা মোতায়েনে ভয় পাচ্ছে সরকার।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থায় উদ্বেগ জানিয়ে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতিতে পরিবারের সদস্য এবং দলের নেতকর্মীরা উদ্বিগ্ন। ডাক্তারের পরামর্শ অনুযায়ী তাকে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ করেন বিএনপির মহাসচিব।

এদিকে, ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আলোচনা সভায় দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, সরকারের অসৎ উদ্দেশ্য আছে বলেই নির্বাচনে সেনা মোতায়নের বিরোধিতা করছে।

সরকার উন্নয়নের নামে জনগণকে ধোঁকা দিচ্ছে বলেও অভিযোগ করেন বিএনপির এই নেতা।

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি