ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪

খালেদার জামিন আবেদনের শুনানি রোববার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫১, ১১ অক্টোবর ২০১৮

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে কুমিল্লায় নাশকতা অভিযোগের মামলায় জামিন চেয়ে করা আবেদনের ওপর রাষ্ট্রপক্ষের শুনানির জন্য রোববার (১৪ অক্টোবর) দিন নির্ধারণ করেছেন হাইকোর্ট। আজ বৃহস্পতিবার বিচারপতি এ কে এম আসাদুজ্জামান এবং বিচারপতি এস এম মজিবুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে খালেদা জিয়ার আবেদনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষে শুনানিতে সময় আবেদন করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. বশীর আহমেদ। অন্যদিকে, খালেদা জিয়ার পক্ষে ছিলেন ব্যারিস্টার কায়সার কামাল।

এর আগে ২০১৫ সালের ১৫ ফেব্রুয়ারি ২০ দলীয় জোটের অবরোধ চলাকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামে দুষ্কৃতিকারীদের বাস পোড়ানোর ঘটনায় মামলা করা হয়। ২০১৭ সালের ২ মার্চ ওই মামলায় বিশেষ ক্ষমতা আইনে অভিযোগপত্র দাখিল করা হয়। পরে এ মামলায় গত ১৩ সেপ্টেম্বর বিচারিক আদালত খালেদা জিয়ার জামিন আবেদন নামঞ্জুর করেন।

এসএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি