ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

খালেদার শারীরিক অবস্থার অবনতি হচ্ছে: রিজভী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৪৯, ৪ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার প্রতিনিয়ত অবনতি হচ্ছে। গতকাল তার সঙ্গে স্বজনরা দেখা করেছেন। তিনি এখনও গুরুতর অসুস্থ।

আজ শনিবার বেলা সাড়ে ১২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, খালেদা জিয়ার ঠাণ্ডা-জ্বর সারছেই না। নানাবিধ রোগে আক্রান্ত হলেও তার ইচ্ছানুযায়ী চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে না। তাকে কষ্ট দিয়ে তিলে তিলে শারীরিক অবস্থা আরও খারাপের দিকে নিয়ে যাচ্ছে।

রিজভী বলেন, আমি দলের পক্ষ থেকে আবারও তাকে পছন্দ অনুযায়ী ইউনাইটেড হাসপাতালে সুচিকিৎসার দাবি জানাচ্ছি। অবিলম্বে তার মুক্তি দাবি করছি।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি