ঢাকা, রবিবার   ০১ ডিসেম্বর ২০২৪

খালেদার সঙ্গে দেখা করতে যাচ্ছেন ১০ বিএনপি নেতা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১৬, ৭ মার্চ ২০১৮

দুর্নীতি মামলার দণ্ডিত হয়ে কারাবন্দি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের জ্যেষ্ঠ নেতারা বিকালে কারাগারে যাচ্ছেন।
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, বুধবার বিকাল ৩টায় নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে তাদের সাক্ষাতের অনুমতি দেওয়া হয়েছে।
বিএনপি মহাসচিবসহ দলের স্থায়ী কমিটির নেতারা চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করার অনুমতি পেয়েছেন। তারা নয়া পল্টনের কার্যালয় থেকে রওয়ানা হবেন।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের সাজা ঘোষণার পর বকশীবাজারের বিশেষ আদালত থেকে কারাগারের পথে খালেদা জিয়া
মির্জা ফখরুল ছাড়াও খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে যাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, জমিরউদ্দিন সরকার, মাহবুবুর রহমান, মির্জা আব্বাস, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী। খালেদা জিয়ার একান্ত সচিব এম বি এম আবদুস সাত্তারও রয়েছেন প্রতিনিধি দলে।
গত ৮ মার্চ জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার ৫ বছরের সাজা হলে তাকে পুরনো ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
এরপর বোন সেলিনা ইসলাম, ছোট ভাই শামীম এস্কান্দর, স্ত্রী কানিজ ফাতিমাসহ পরিবারের সদস্যরা একাধিকবার খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন।
এর বাইরে আইনজীবী হিসেবে ব্যারিস্টার মওদুদ আহমদ, জমিরউদ্দিন সরকার, খন্দকার মাহবুব হোসেন, আবদুর রেজাক খান ও এ জে মোহাম্মদ আলী  গত ১০ ফেব্রুয়ারি খালেদার সাক্ষাৎ পেলেও বিএনপির অন্য জ্যেষ্ঠ নেতাদের সে সুযোগ হয়নি।
জানা গেছে, খালেদা জিয়ার সঙ্গে দেখা করার অনুমতি চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা ও সেবা বিভাগের সচিবের কাছে আবেদন করেছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। লিখিত ওই আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার বিএনপির ১০ জনকে দেখা করার অনুমতি দিয়েছে।
/ এআর /


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি