খালেদার স্বাস্থ্যের প্রতিবেদন সরকারের ইচ্ছা অনুযায়ী: রিজভী
প্রকাশিত : ১৭:৩৫, ১৭ সেপ্টেম্বর ২০১৮
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড তার স্বাস্থ্য পরীক্ষা করে যে প্রতিবেদন দিয়েছে তাতে সরকারের ইচ্ছারই প্রতিফলন ঘটেছে। আজ সোমবার নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
তিনি আরও বলেন, খালেদা জিয়াকে চরম স্বাস্থ্য ঝুঁকিতে নিয়ে যাওয়ার জন্যই সরকারের ইচ্ছা অনুযায়ী মেডিকেল বোর্ড প্রতিবেদন দিয়েছে। আামি দলের পক্ষ থেকে এই একগুঁয়েমি ও প্রতিহিংসা পরায়নতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
কারাবন্দি খালেদার স্বাস্থ্য নিয়ে বিএনপির পক্ষ থেকে উদ্বেগ জানানোর পর তার স্বাস্থ্য পরীক্ষার জন্য গঠিত মেডিকেল বোর্ড শনিবার নাজিমউদ্দিন রোডের কেন্দ্রীয় কারাগারে গিয়ে তার স্বাস্থ্য পরীক্ষা করেন।
এই মেডিকেল বোর্ড নিয়ে শুরু থেকেই আপত্তি ছিল বিএনপির। দলের নেতাদের দাবি ছিল, খালেদার আগের চিকিৎসকের এই বোর্ডে অন্তর্ভুক্ত করার। সোমবারের সংবাদ সম্মেলনে রিজভী বলেন, সরকারের অনুগত চিকিৎসকদের দিয়ে গঠিত মেডিকেল বোর্ড কারাগারে খালেদা জিয়াকে ২০ মিনিটে তথাকথিত পরীক্ষা-নিরীক্ষা করে বিএসএমএমইউতে ভর্তির পরামর্শ দিয়েছেন।
সংবাদ সম্মেলনে দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবদিন ফারুক, আবদুল লতিফ খানসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।
এসএইচ/
আরও পড়ুন