খালেদা জিয়ার আপিলের সিদ্ধান্ত বিকালে
প্রকাশিত : ১৪:৩৯, ৮ ডিসেম্বর ২০১৮
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফেরত পেতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আপিল শুনানি স্থগিত রেখেছে নির্বাচন কমিশনের আপিল বিভাগ। আজ শনিবার বিকাল ৫টায় আবারও শুনানি করে সিদ্ধান্ত দেওয়া হবে বলে কমিশন থেকে জানানো হয়েছে।
আদালতে দণ্ডিত হওয়ায় এর আগে খালেদার জিয়ার ফেনী-১ এবং বগুড়া-৬ ও ৭ এই তিনটি আসনের মনোনয়নপত্র বাতিল করে দিয়েছেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা। পরে প্রার্থিতা ফেরত পেতে আপিল করেন খালেদা জিয়া।
মনোনয়ন বাতিল করে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে গত বুধবার আপিল জমা দেওয়ার শেষ দিনে খালেদা জিয়া আপিল করেছিলেন। আপিল শুনানির শেষ দিনে আজ শনিবার কমিশন এর শুনানি করে।
প্রসঙ্গত, নির্বাচনী তফসিল অনুযায়ী, আগামীকাল রোববারের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার এবং ৩০ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
একে//
আরও পড়ুন