ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

‘খালেদা জিয়ার ওকালতনামায় সই নিতে বাধা দেওয়া হচ্ছে’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫০, ২৩ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

বিএনপির চেয়ারপসন বেগম খালেদা জিয়া ওকালতনামায় সই নিতে কারা কতৃপক্ষ অসহযোগিতা করছে বলে মন্তব্য করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ শুক্রবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী এ মন্তব্য করেন।এসময় তিনি বলেন, সরকার মিথ্যা ষড়যন্ত্রের মাধ্যমে সাজা দিয়ে খালেদা জিয়াকে বন্দি করার পর এখন তাঁর জামিন বিলম্ব করতে ওকালতনামায় স্বাক্ষর নিতে বাধা দিচ্ছে।

তিনি বলেন, খালেদা জিয়ার স্বাক্ষরযুক্ত ওকালতনামা সরবরাহ না করার বৈধতা চ্যালেঞ্জ করে গতকাল বৃহস্পতিবার হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রিটে তাঁর স্বাক্ষরযুক্ত ওকালতনামা সরবরাহ করতে আদালতের নির্দেশনা চাওয়া হয়েছে। বিকেলে খালেদা জিয়ার পক্ষে বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এরিট দায়ের করেন।

সরকার খালেদা জিয়ার মামলায় একের পর এক হস্তক্ষেপ করে যে নোংরা খেলা খেলছে, তা দেখে গোটা জাতি শুধু বিস্মিত নয়, ঘৃণায় ধিক্কার জানাচ্ছে।’

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে চলমান আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে উল্লেখ করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব আরো বলেন, ‘খালেদা জিয়াকে বন্দি করে সরকার যে এক ভয়ানক ফন্দি আঁটছে, সেটা এখন দেশের মানুষের কাছে সুস্পষ্ট হয়ে উঠছে।‘আমাদের প্রধান কর্মসূচি হচ্ছে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি। আমরা সেটিকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি। খালেদা জিয়াকে মুক্ত করে তাঁর নেতৃত্বে সহায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি আদায় করব।

এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, সহদপ্তর সম্পাদক বেলাল আহমদ, তাইফুল ইসলাম টিপু প্রমুখ।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি