ঢাকা, রবিবার   ০৫ জানুয়ারি ২০২৫

খালেদা জিয়ার কার্যালয়ে তল্লাশি,রাঙামাটিতে বিক্ষোভ সমাবেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩৪, ২১ মে ২০১৭ | আপডেট: ১৮:০২, ২১ মে ২০১৭

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে পুলিশী তল্লাশির প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপি।
রোববার সকালে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করলেও পুলিশী বাধায় বিএনপির নেতাকর্মীরা মিছিল বের করতে পারেননি। পরে এক সমাবেশে জেলা বিএনপির সভাপতি মোঃ শাহ আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দীপন তালুকদার ও এডভোকেট মামুনুর রশিদ। তারা এ ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে আন্দোলনের মাধ্যমে দেশে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় সবাইকে সোচ্চার হওয়ার আহবান জানান।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি