ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

খালেদা জিয়ার কার্যালয়ে তল্লাশি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৪৩, ২০ মে ২০১৭ | আপডেট: ১৯:০৭, ২০ মে ২০১৭

Ekushey Television Ltd.

গুলশানে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কার্যালয়ে তল্লাশি চালিয়েছে পুলিশ। আদালতের নির্দেশে ওই তল্লাশী চালানোর কথা জাাননো হয়। তবে, তল্লাশীর সময় কিছু পাওয়া যায়নি বলে দাবি করেছে বিএনপি। এ ঘটনায় নিন্দা জানিয়ে বিএনপি নেতারা বলেছেন, এ ঘটনা খালেদা জিয়ার বিরুদ্ধে গভীল ষড়যন্ত্রের অংশ। সরকার উদ্দেশ্য প্রণোদিতভাবে দেশের গণতান্ত্রিক চর্চা ব্যাহত করতে চাইছে।
সকাল সাড়ে ৭টার দিকে গুলশান জোনের ডিসি মোশতাক আহমেদের নেতৃত্বে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে তল্লাশী শুরু করে পুলিশ। খালেদা জিয়ার ওই কার্যালয়ে রাষ্ট্রবিরোধী ও নাশকতা চালানোর মতো সরঞ্জাম রয়েছে এমন অভিযোগে আদালতের সার্চ ওয়ারেন্টের ভিত্তিতে অভিযান চালানো হয় বলে পুলিশ জানিয়েছে।
তল্লাশীর খবর পেয়ে কার্যালয়ে ছুটে যান দলীয় নেতাকর্মীরা।
প্রায় ২ ঘণ্টা ধরে চলে অভিযান। পুলিশ দরজা ভেঙ্গে কার্যালয়ের ভেতরে ঢুকেছে বলে অভিযোগ করেছেন অফিস সহকারিরা।
এদিকে, অভিযানে কিছু পাওয়া যায়নি উল্লেখ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, খালেদা জিয়াকে মানসিকভাবে বিপর্যস্ত করতেই তল্লাশী চালানো হয়েছে।
এদিকে পুলিশি তল্লাশির ঘটনায় নিন্দা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁওয়ে তার বাসায় সাংবাদিকদের বলেন, এই তল্লাশির মাধ্যমে সরকার বুঝিয়েছে, দেশে গণতন্ত্রের লেশমাত্র নেই।
এছাড়া, জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে বিএনপি নেতা শামসুজ্জামান দুদু বলেন, ভিশন-২০৩০ দেয়ায় আওয়ামী লীগ দিশেহারা হয়ে গুলশান কার্যালয়ে তল্লাশী চালিয়েছে।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি