খালেদা জিয়া জামিন পেলেন ৫মামলায়
প্রকাশিত : ১৯:২৩, ৫ এপ্রিল ২০১৬ | আপডেট: ১৯:২৩, ৫ এপ্রিল ২০১৬
রাজধানীর যাত্রাবাড়িতে বাসে পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা, নাশকতা, দুর্নীতি ও রাষ্ট্রদ্রোহসহ ৫ মামলায় জামিন পেলেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। সকালে আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে তা মঞ্জুর করে আদালত। খালেদা জিয়ার আত্মসমর্পনকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গন ও আশপাশের এলাকায় নেয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
কড়া নিরাপত্তার মধ্যে মঙ্গলবার সকাল সাড়ে দশটার দিকে মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পন করেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। যাত্রাবাড়ী থানায় দায়ের করা হত্যা মামলায় জামিন আবেদন করেন তিনি। শুনানী শেষে জামিন মঞ্জুর করেন বিচারক কামরুল হোসেন মোল্লা। বাসে পেট্রোল বোমা মেরে মানুষ হত্যার অভিযোগে খালেদা জিয়াসহ ২৮ জনের নামে গেল ২৩ ফেব্র“য়ারি গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল একই আদালত।
এছাড়াও নাশকতা, পরিবহনমন্ত্রী শাজাহান খানের মিছিলে বোমা বিস্ফোরনের ঘটনা, গ্যাটকো দুর্নীতি মামলা ও মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে মন্তব্য করায় রাষ্ট্রদ্রোহের পৃথক চারটি মামলায় জামিন পান খালেদা জিয়া। বয়স, শারীরিক, অসুস্থতা ও সামাজিক মর্যাদা বিবেচনায় বিএনপি চেয়ারপারসনের জামিন মঞ্জুর করে আদালত।
রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, খালেদা জিয়া একটি বড় রাজনৈতিক দলের প্রধান হলেও আইনের দৃষ্টিতে অপরাধী। এ বিষয়টি তারা আদালতে তুলে ধরেছেন।
খালেদা জিয়ার আত্মসমর্পনকে কেন্দ্র করে আদালতে প্রাঙ্গনে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ভীড় জমান। তবে অপ্রীতিকর ঘটনা এড়াতে আদালত চত্বর ও রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতের নজরদারি ছিলো চোখে পড়ার মতো।
আরও পড়ুন