ঢাকা, শুক্রবার   ০১ নভেম্বর ২০২৪

খাল পরিষ্কার লোক দেখানো নয় : ক্রীড়া উপদেষ্টা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪৩, ১ নভেম্বর ২০২৪ | আপডেট: ১১:৫৫, ১ নভেম্বর ২০২৪

খাল পরিষ্কার কর্মসূচি কোন লোক দেখানো নয় বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

জাতীয় যুব দিবস উপলক্ষে শুক্রবার (১ নভেম্বর) সকালে রাজধানীর খিলগাঁওয়ে খাল পরিষ্কার কর্মসূচিতে অংশ নিয়ে তিনি বলেন, ‘এবারের খাল পরিষ্কার কর্মসূচি কোনো লোক দেখানো নয়।’
 
আসিফ বলেন, ‘যুব দিবস উপলক্ষে এবার ৬৪ জেলায় ৬৪টি খাল ও জলাশয় পরিষ্কারের কর্মসূচি নিয়েছে সরকার। এবারের কর্মসূচি কোনো লোক দেখানো হবে না।’
 
এদিকে, প্রতিটি খাল-নদী পরিষ্কার রাখা ও সংরক্ষণে স্থানীয়ভাবে কমিটি গঠন হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
 
পরে কয়েকশ স্বেচ্ছাসেবী নদী, জলাশয় ও খাল পরিষ্কার করার শপথ নিয়ে জিরানী খাল পরিষ্কার শুরু করেন।


এমবি


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি