ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪

খিলক্ষেতে স্ত্রীকে খুন করে স্বামী পালিয়েছে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪৭, ২৪ সেপ্টেম্বর ২০১৮ | আপডেট: ১৩:৫২, ২৪ সেপ্টেম্বর ২০১৮

রাজধানীর খিলক্ষেতের বোটঘাট নামাপাড়া এলাকায় রিনা আক্তার নামের এক গৃহবধূকে খুন করে স্বামী পালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। 

আজ সোমবার দুপুরে রিনা আক্তারের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে পাঠিয়েছে  পুলিশ বলে জানিয়েছেন খিলগাঁও থানার এসআই আ. রাজ্জাক।

তিনি জানান, রোববার দিবাগত রাতে কোন এক সময় হত্যাকাণ্ডটি ঘটতে পারে।

নিহত রিনার বাড়ি নেত্রকোনার মোহনগঞ্জে। একমাস আগে থেকে স্বামী পিন্টু ইসলামের (৪০) সঙ্গে তিনি খিলগাঁওয়ের ওই ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন। সোমবার সকালে তাকে ঘুম থেকে উঠতে না দেখে প্রতিবেশীরা ডাকাডাকি করে। পরে জানালা দিয়ে গলায় কাপড় প্যাচানো এবং নাক-মুখ দিয়ে রক্ত ঝরা তার নিথর দেহ বিছানায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। ঘটনার পর থেকেই স্বামী পলাতক।

এ কারণে পুলিশ ও এলাকাবাসীর ধারনা স্ত্রীকে খুন করে পালিয়েছেন পিন্টু ইসলাম।

টিআর/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি