ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

খুলনার রিটার্নিং কর্মকর্তার ওপর অনাস্থা আ. লীগের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৩৭, ৯ মে ২০১৮

Ekushey Television Ltd.

খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা ইউনুচ আলীর প্রতি আওয়ামী লীগের অনাস্থার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমাম। বুধবার বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সভাকক্ষে এক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

তিনি (ইউনুচ আলী)পক্ষপাতদুষ্ট এবং তার অতীত অত্যন্ত কালিমাযুক্ত উল্লেখ করে এইচ টি ইমাম বলেন,  তিনি দলীয় ক্যাডার হিসেবে কাজ করেছেন। তার বর্তমান আচার-আচরণ ও কার্যকলাপ তা প্রমাণ করে। এই অভিযোগ আমরা আগেও করেছি। আমরা কমিশনকে সেখানে তার কার্যক্রম পর্যবেক্ষণের জন্য বলেছি।

এ বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম ছাড়াও প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ ও আবদুর রহমান, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ ও কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট রিয়াজুল কবির কাওসার।

অন্যদিকে নির্বাচন কমিশনের পক্ষে উপস্থিত ছিলেন সিইসি কে. এম. নুরুল হুদা, নির্বাচন কমিশনার মাহাবুব তালুকদার ও শাহাদাৎ হোসেন চৌধুরী, নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ।

উল্লেখ্য, আগামী ১৫ মে খুলনা সিটিতে ভোট হবে। ৩১টি সাধারণ এবং ১০টি সংরক্ষিত ওয়ার্ড নিয়ে এ সিটি কর্পোরেশন গঠিত হয়। ৩১টি ওয়ার্ডে ২৮৯টি কেন্দ্রের ১ হাজার ৫৬১টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে।

এমএইচ/টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি