ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

খুলনায় ঈদ বাজার এখন সরগরম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১৯, ১২ জুন ২০১৭ | আপডেট: ১০:৪৬, ১২ জুন ২০১৭

বিভাগীয় শহর খুলনায় ঈদ বাজার এখন সরগরম। দাম কিছুটা কম হওয়ায় দেখে-শুনে পছন্দের পোশাক কিনছেন ক্রেতারা। এদিকে, বেচাকেনা ভালো হওয়ায় বিক্রেতারাও বেশ খুশি।
রোজার শুরু থেকে যেমন গরম তেমনি বৃষ্টির কারণে অনেকটাই মার্কেট বিমুখ ছিলেন ক্রেতারা। কিন্তু ঈদ এগিয়ে আসায় সকলেই ছুটছেন বিপনী বিতানে।
এবারে নারীদের পোষাকের নামকরণ হয়েছে সিনেমা ও নায়ক নায়িকার নামে। এগুলোর মধ্যে হুররম, শিপন, পাগলু, ওয়ারা, সফট শিল্ক, সুতির থ্রি-পিস ও নকশি কাঁথার ডিজাইনের চাহিদা বেশী। তরুণদের জন্য রয়েছে জিন্সের প্যান্ট, এভার স্মার্ট, ফস্টার ও পাঞ্জাবী।
১৫ রোজার পর দর্জিবাড়িতে কোনো নতুন অর্ডার নেয়া হবে না। তাই এখানেও বেড়েছে ভীড়। এছাড়া পোশাকের পাশাপাশি নগরীর কসমেটিক্স ও জুতা-স্যান্ডেলের দোকানগুলোতেও ভীড় করছেন ক্রেতারা।
ঈদের কেনাকাটা নির্বিঘœ করতে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি