ঢাকা, বুধবার   ১২ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

খুলনায় কলেজছাত্র হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১০, ৬ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

খুলনার তেরখাদা উপজেলায় কলেজছাত্র শেখ বদরুদ্দোজা হত্যা মামলায় ১০ আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও তাদেরকে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। খুলনা দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক আব্দুর রব হাওলাদার আজ বৃহস্পতিবার দুপুরে এ রায় দেন। এ হত্যাকাণ্ডের প্রায় ১৯ বছর এ রায় হলো।

দণ্ডপ্রাপ্তরা হলেন- নবির হোসেন, তবিবুর রহমান, আকা মিয়া শেখ, খাজা মিয়া, বুলু মিয়া, অসিকার শেখ, চাঁন মিয়া শেখ, মনির শেখ, এহিয়া ও কামাল শেখ। এদের সবার বাড়ি তেরখাদার কুমিরডাঙ্গা পূর্বপাড়া এলাকায়। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। রায়ে দুই আসামিকে খালাস এবং বিচার চলাকালে মারা যাওয়ায় দুই আসামিকে অব্যাহতি দেওয়া হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী শাকেরিন সুলতানা জানান, ১৯৯৯ সালের ১৩ সেপ্টেম্বর তেরখাদা উপজেলার কুমিরডাঙ্গা গ্রামের কলেজছাত্র শেখ বদরুদ্দোজাকে পিটিয়ে হত্যা করে প্রতিপক্ষ। বদরুদ্দৌজা বঙ্গবন্ধু ডিগ্রি কলেজের ১ম বর্ষের ছাত্র ছিলেন। এ ঘটনায় তেরখাদা থানায় নিহতের ভাই শেখ আসাদুজ্জামান বাদী হয়ে ১২ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। তেরখাদা থানা পুলিশের উপ-পরিদর্শক মিজানুর রহমান এ ঘটনায় আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দেন। মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে (মামলা নং-১/১৮) স্থানান্তরের পর সাক্ষ্যগ্রহণ শেষে বৃহস্পতিবার রায় ঘোষণা করা হয়। এতে এজাহারে অভিযুক্ত সুলতান আহমেদ ও আব্বাসুর রহমানের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদেরকে খালাস দেওয়া হয়।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি