ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

খুলনায় জমি পেলেন ক্রিকেটার মিরাজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৩৭, ১৮ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ১০:২৬, ১৯ ডিসেম্বর ২০১৭

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের গুরুত্বপূর্ণ সদস্য মেহেদী হাসান মিরাজ প্রধানমন্ত্রী প্রতিশ্রুত জমি বুঝে পেয়েছেন। সোমবার মিরাজকে ৪ কাটা জমি বুঝিয়ে দিয়েছে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ)।

কেডিএ চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসানুল হক মিয়া খুলনার মাজগানি আবাসিক এলাকার এই জমির দলিলপত্র মিরাজকে হস্তান্তর করেছেন। এ সময় সংসদ সদস্য মিজানুর রহমান, বেগম মুন্নুজান সুফিয়ান, খুলনা সিটি মেয়র মনিরুজ্জামান মনি, খুলনা জেলা প্রশাসক আমিনুল আহসান ও মেহেদী হাসান মিরজের পিতা জালাল উদ্দিন ও বোন রুমানা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, দেশের মাটিতে সর্বশেষ ইংল্যান্ড সিরিজে নিজের অভিষেকেই অসাধারণ বোলিং নৈপূন্য প্রদর্শণ করেন মেহেদী হাসান মিরাজ। দুই টেস্টে ১৯ উইকেট নিয়ে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ সেরা নির্বাচিত হন তিনি। তার এই কৃতিত্বের ফলেই ইংল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মতো টেস্টে জয় ও সিরিজ ড্র করে বাংলাদেশ। তার এই কৃতিত্বের পরপরই প্রধানমন্ত্রী মিরাজকে একটি বাড়ি তৈরি করে দিতে খুলনা জেলা প্রশাসককে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন।

 

সূত্র : ইউএনবি

/এমআর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি