ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

খুলনায় দ্রুত এগিয়ে চলছে ওয়াসার পানি শোধনাগারের কাজ

প্রকাশিত : ১৫:৫৮, ১১ ফেব্রুয়ারি ২০১৬ | আপডেট: ২০:৪৩, ১১ ফেব্রুয়ারি ২০১৬

Ekushey Television Ltd.

দ্রুত এগিয়ে চলছে খুলনা ওয়াসার পানি শোধনাগার প্রকল্পের নির্মাণকাজ। নদীর পানি পরিশোধন করে নগরবাসীকে সরবরাহ করা হবে। নতুন করে আরো ৪৩ হাজার বাড়িতে যুক্ত হবে বিশুদ্ধ পানি সরবরাহের লাইন। এতে ভূগর্ভের পানির উপর চাপ কমার পাশাপাশি গ্রীষ্ম মৌসুমে পানির সংকটও কমে আসবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। মধুমতি থেকে পাইপ লাইনের মাধ্যমে পানি আসবে খুলনার রূপসা উপজেলার সামন্তসেনার শোধনাগারে। সেখান থেকে পরিশোধনের পর নগরীতে সরবরাহ হবে বিশুদ্ধ পানি। জাইকা ও এডিবির অর্থায়নের ১১ কোটি লিটার ধারণ ক্ষমতাসম্পন্ন ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের নির্মাণকাজ চলছে বেশ জোরেশোরেই। একইসঙ্গে শুষ্ক মৌসুমে ১৫ দিনের পানি মজুদ রাখতে নির্মাণ করা হচ্ছে ইমপাউন্ডিং রিজার্ভার। এরই মধ্যে ৭টি ওভার হেড ট্যাংকের ৫৫ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। খুব শিগগিরই রূপসা নদীর তলদেশ দিয়ে পাইপ লাইন স্থাপনের কাজও শুরু হবে। খুলনা ওয়াসা বলছে,  প্রকল্পটি চালু হলে নগরীতে ভূগর্ভের পানির ওপর চাপ কমে আসবে।  নগরীতে বিশুদ্ধ পানির সংকট অনেকটা কেটে যাবে, প্রত্যাশা বাসিন্দাদেরও। নির্ধারিত সময়ে প্রকল্প বাস্তবায়নে সংশ্লিস্টদের প্রতি আহবান জানিয়েছেন এলাকাবাসী। ২০১৭ সালের ৩০শে জুন প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা রয়েছে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি