ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

খুলনায় রাষ্ট্রায়ত্ব পাটকল শ্রমিকদের রাজপথ-রেলপথ অবরোধ কর্মসূচি পালন

প্রকাশিত : ১৫:৪৬, ১১ এপ্রিল ২০১৬ | আপডেট: ১৫:৪৬, ১১ এপ্রিল ২০১৬

খুলনায় ফের রাজপথ-রেলপথ অবরোধ কর্মসূচি পালন করছেন রাষ্ট্রায়ত্ব পাটকল শ্রমিকরা। সেই সঙ্গে চলছে ধর্মঘট। শ্রমিক আন্দোলনে উত্তাল খুলনা শিল্পাঞ্চল। অবরোধের কারণে খুলনার সঙ্গে ঢাকা ও উওরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে। সড়কপথে যশোর-খুলনা রোডে বন্ধ হয়ে পড়েছে যান চলাচল। খুলনার রাষ্ট্রায়ত্ব পাটকল শ্রমিকদের আন্দোলনে উত্তাল শিল্পনগরী খালিশপুর। বেঁচে থাকার লড়াইয়ে কর্মস্থল ছেড়ে এখন রাজপথের আন্দোলনে নেমেছেন তারা। শ্রমিকদের বকেয়া মজুরী পরিশোধসহ ৫ দফা দাবিতে গত ৪ঠা এপ্রিল সকাল থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেয় সিবিএ-নন সিবিএ ঐক্য পরিষদ। সেই সঙ্গে শুরু হয় রাজপথ রেলপথ অবরোধ। পরে অবরোধ স্থগিত করা হলেও  অব্যাহত থাকে ধর্মঘট। এবার দ্বিতীয় দফায় সোমবার সকালে শিল্প নগরীর নতুন রাস্তার মোড়ে রেল ও সড়ক পথ অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করে শ্রমিকরা। এতে অংশ নেয়  খুলনা-যশোর অঞ্চলের ৭ টি রাষ্ট্রায়ত্ব জুট মিলের শ্রমিকরা। মজুরী না পেয়ে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করতে হচ্ছে বলে জানান  পাটকল শ্রমিকরা। দাবী আদায়ের প্রয়োজনে পরবর্তীতে আর্ধোসঢ়; কর্মসূচি ঘোষণা করার হুঁশিয়ারী দিয়েছেন শ্রমিক নেতারা।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি