ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

খুলনায় শুরু ঝড়-বৃষ্টি, ঝুঁকিতে ১২ কিমি বাঁধ

খুলনা প্রতিনিধি

প্রকাশিত : ১১:০৬, ২৪ অক্টোবর ২০২৪

খুলনায় ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাবে সকাল থেকে বৃষ্টি, বইছে হালকা ঝড়ো হাওয়া। এতে করে বিপদে পড়েছেন অফিসে যাওয়া ও স্কুলগামী শিক্ষার্থীরা। ঘূর্ণিঝড় দানার মোকাবেলায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে ৬০৪টি আশ্রয় কেন্দ্র ও তিনটি কিল্লা। 

এসব আশ্রয়কেন্দ্রে তিন লাখ ১৫ হাজার ১৮০ জন মানুষ থাকতে পারবে। 

প্রস্তুত রয়েছে পাঁচ হাজারের অধিক স্বেচ্ছাসেবক। কয়রা, দাকোপ ও পাইকগাছা উপজেলায় পাঁচ হাজার ২৮০ জন স্বেচ্ছাসেবককে প্রস্তুত থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে। 

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে শুকনো খাবার, ঔষধ, ও নগদ টাকা। 

প্রস্তুত রয়েছে স্বাস্থ্য বিভাগ, জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ, ফায়ার সার্ভিস, পুলিশ, নৌবাহিনী, কোস্টগার্ড ও পানি উন্নয়ন বোর্ড।

এছাড়া জেলার ৪টি উপজেলায় উপকূলীয় বেড়ীবাধের প্রায় ১২ কিলোমিটার বাধ দূর্বল রয়েছে। এই বাধগুলোর দিকে বিশেষ নজর রাখছে পানি উন্নয়ন বোর্ড। 

ঘূর্ণিঝড় দানার প্রভাবে উপকূলীয় ১৫ জেলা এবং তৎসংলগ্ন দ্বীপ ও চরে স্বাভাবিকের চেয়ে ৩ ফুট বেশি পানি বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি