ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

খুলনায় ২২ কোটি টাকার কোকেন উদ্ধার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২৪, ১২ আগস্ট ২০১৭ | আপডেট: ১৭:৩০, ১২ আগস্ট ২০১৭

খুলনায় সোয়া দুই কেজি কোকেনসহ মাদক চোরাচালান চক্রের ৬ সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র‌্যাব)। উদ্ধাকৃত কোকেনের আনুমানিক মূল্য ২২ কোটি ৫০ লাখ টাকা।

শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত খুলনা নগরীর ময়লাপোতাসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে র‌্যাব। শনিবার দুপুরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে র‌্যাব-৬ এরকমান্ডিং অফিসার (সিও) খোন্দকার রফিকুল ইসলাম এ তথ্য জানান। দক্ষিণ-পশ্চিমাঞ্চলে কোকেনের এতবড় চালান আটক এই প্রথম বলে জানান তিনি।

আটকরা হলো, চোরাচালান চক্রের ‘মূলহোতা’ পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার দাউদখালী গ্রামের আরিফুর রহমান ওরফে ছগির (৬০), খুলনার রূপসা উপজেলার আইচগাতী গ্রামের সোহেল রানা (৩৫), ডুমুরিয়া উপজেলার ভান্ডারপাড়া গ্রামের বিকাশচন্দ্র বিশ্বাস (৩৫), খুলনা নগরীর টুটপাড়া কবরখানা মোড়ের ২৫১ আকাশ ইল্লিল ম্যানসনের বাসিন্দা এস এম এরশাদ হোসেন (৪৮), দাকোপ উপজেলা সদর চালনার বৌমার বটতলা গ্রামের বিকাশচন্দ্র মণ্ডল (৫৫) এবং একই উপজেলার মৌখালী গ্রামের ফজলুর রহমান ফকির (৩৭)।

তিনি জানান, চক্রটির ‘মূলহোতা’ সগির নগরীর ১৮/২ গগনবাবু রোডের একটি বাড়িতে ভাড়া থেকে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছেন।

আর/ডব্লিউএন

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি