ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

খুলনা সিটিতে ২ কেন্দ্রে ভোট হবে ইভিএমে (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০০, ১৩ মে ২০১৮ | আপডেট: ১৭:২৬, ১৩ মে ২০১৮

খুলনা সিটি নির্বাচনে দুই ওয়ার্ডের দুটি কেন্দ্রে ভোট হবে ইভিএমে। এ নিয়ে আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থীরা সন্তুষ্টি জানালেও, বিরোধিতা করছে বিএনপি সমর্থিতরা। এদিকে রোববার রাত ১২টায় শেষ হচ্ছে প্রচার-প্রচারণা।

১৫ মে ভোট। তাই শেষ সময়ের প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। ভোটারদের মন জয় করতে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি।

২৭ নম্বর ওয়ার্ডের পিটিআই কেন্দ্র ও ২৪ নম্বর ওয়ার্ডের সোনাপোতা মাধ্যমিক বিদ্যালয়ে ভোট হবে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে। চলছে পরীক্ষামূলক ভোটগ্রহণ।

তবে এ নিয়ে বিভক্ত কাউন্সিলর প্রার্থীরা। মেশিনের মাধ্যমে সঠিকভাবে ভোট দেয়া দিয়ে সন্দেহ প্রকাশ করেছেন কেউ কেউ।

মেশিনে ভোটগ্রহণ ও গণনা সহজ বলে জানিয়েছেন নির্বাচনী কর্মকর্তারা।

পিটিআই কেন্দ্রের ৬টি বুথে ইভিএমে ভোট দেবে ১ হাজার ৮৭৯ পুরুষ ভোটার। আর সোনাপোতা মাধ্যমিক বিদ্যালয়ের ৪টি বুথে ভোট দেবে ১ হাজার ৯৯ জন নারী।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি