ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

খুলনা সিটি কর্পোরেশন পরিণত হয়েছে আবর্জনার শহরে, ক্ষুদ্ধ নগরবাসী

প্রকাশিত : ০৮:৫৩, ১৩ মার্চ ২০১৬ | আপডেট: ০৮:৫৩, ১৩ মার্চ ২০১৬

Ekushey Television Ltd.

গেল ক’বছরে আবর্জনার শহরে পরিণত হয়েছে খুলনা সিটি কর্পোরেশন এলাকা। নেই পর্যাপ্ত গার্বেজ স্টেশন। যা আছে তারও নেই রক্ষণাবেক্ষন। রাস্তার উপর, মার্কেট কিংবা হাসপাতালের সামনে গাদা করে রাখা ময়লা-আবর্জনার দুর্গন্ধে ক্ষুদ্ধ নগরবাসী। খুলনা শহরের বিভিন্ন ওয়ার্ড থেকে প্রতিদিন সংগ্রহ হয় প্রায় পাঁচশ’ টন ময়লা-আবর্জনা। এর খুব সামান্যই ঢাকনাযুক্ত গাড়িতে করে ফেলা হয় নির্দিষ্ট ডাম্পিং স্টেশন কিংবা ল্যান্ড ফিলে। বাকিটুকু থেকে যায় রাস্তার মোড়ে, স্কুল কিংবা হাসপাতালের সামনে আর ফুটপাথে। খুলনা শহরের অন্তত দেড়শ স্থানে জমে থাকা ময়লার স্তুপ থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে মাসের পর মাস। যত্রতত্র ছড়িয়ে থাকা আবর্জনার বিকট গন্ধে অতীষ্ঠ নগরবাসী। ছড়াচ্ছে রোগজীবাণু। অধিকাংশ ড্রেনই বন্ধ হয়ে গেছে জমে থাকা আবর্জনায়। সমস্যা সমাধানের উপায় খোঁজার কথা বললেন সিটির ভারপ্রাপ্ত মেয়র। অবিলম্বে স্বাস্থ্যসম্মত প্রয়োজনীয় ডাম্পিং স্টেশন নির্মাণের দাবি নগরবাসীর।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি